সিরাজগঞ্জে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৭, ১৪:০৩

সোহাগ লুৎফুর কবির

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলাক্রীড়া সংস্থার সহযোগীতায় আইজিপি কাপ জাতীয় যুব অনূর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ স্টেশনের মুক্তির সোপানে জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ‘পিপিএম’, সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনীয় খেলায় জেলার ১১টি উপজেলার খেলোয়ারগণ অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় নকআউট পর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা এবং এনায়েতপুর উপজেলা দল অংশগ্রহণ করে। নকআউট পর্বের এই খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা শুরু থেকেই দাপুটে খেলা উপহার দিয়ে উপস্থিতি হাজারো দর্শকদের মাতিয়ে তোলে। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে বিশাল ব্যবধানে সিরাজগঞ্জ সদর উপজেলা পূর্ণ পয়েন্ট নিয়ে জয় লাভ করে। সিরাজগঞ্জ সদর উপজেলা ৭৩ পয়েন্ট এবং এনায়েতপুর উপজেলা ১৯ পয়েন্ট পায়।

এ খেলায় রেফারি ছিলেন, মোঃ হাফিজুল ইসলাম, এসআই এদিল আহমেদ, আজমহর হোসেন এবং জিন্না। স্কোর বোর্ডে ছিলেন, দৈনিক যমুনা প্রবাহের স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম এবং আবু হানিফ। ধারাভাষ্যকার ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলআমিন হোসেন।

উদ্বোধনীয় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আহবায়ক সিরাজগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ক এডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীন আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, চ্যানেল আই এর সিনিয়র স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক ফেরদৌস হাসান, সুকান্ত সেন, হিরক গুন, অশোক ব্যানার্জী, দিলীপ গৌর, রিংকু কুন্ড, রিফাত রহমান, এস,এম আল-আমিন, মুন্না প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত