বোলিং কোচের দায়িত্বটাও নিচ্ছেন ওটিস গিবসন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:৪৬

সাহস ডেস্ক

বাংলাদেশ সিরিজে পুরনো কোচিং স্টাফদের নিয়ে মিশন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার নয়া হেড কোচ ওটিস গিবস। সামনে আসছে বক্সিং ডে টেস্ট। জিম্বাবুয়ের সঙ্গে খেলা হবে চারদিনের টেস্ট। তার আগেই বোলিং কোচের দায়িত্বটাও নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন গিবসন। এতদিন দায়িত্বে থাকা চার্ল ল্যাঙ্গাভেল্টকে আর এই পদে রাখছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

বর্তমানে নতুন কোচ আসলে নিজের অনুকূলে থাকা স্টাফদের দিয়ে প্যানেল সাজিয়ে থাকেন। গিবসনের বেলাতেও তাই হচ্ছে। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সহকারী কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ ও স্পিন বোলিং কোচ রাখার প্রক্রিয়ায় নামবেন গিবসন।

সাবেক নাটাল ও ডারহ্যাম ব্যাটসম্যান ডেল বেনকেনস্টেইনকে গিবসনের সম্ভাব্য সহকারী হিসেবে দেখা হচ্ছে। চলে যেতে হচ্ছে আদ্রিয়ান বিরেলকে। তবে স্পিন বোলিং কোচ হিসেবে থাকা ক্লাউডে হেন্ডারসনের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে জানা যায়নি। ব্যাটিং কোচ হিসেবে থাকা নিল ম্যাকেঞ্জিকে এই দায়িত্বে পুনরায় বহাল রাখা হবে। এছাড়া আরও পরামর্শক রাখার কথাও শোনা যাচ্ছে বলে জানালেন ওটিস গিবসন, ‘আসলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে এই পরিবর্তন আনতে হবে। এই মুহূর্তে কয়েকজন আছেন যারা দলের সঙ্গে কাজ করতে পারবেন। এরা স্থানীয় আবার বাইরে থেকেও আসবে।’

নিজের দ্বৈত দায়িত্ব প্রসঙ্গে প্রোটিয়া এই কোচ আরও বলেন, ‘এই মুহূর্তে বোলিং কোচের দায়িত্ব একই সঙ্গে পালন করবো। এরপর এখানে ব্যাটিং কোচ থাকবে, থাকবে ফিল্ডিং কোচ, সহকারী কোচ ও স্পিন বোলিং কোচ। বলতে গেলে চারজনসহ আমি।’

সাহস২৪.কম/ আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত