অনূর্ধ্ব এশিয়া কাপে ভারতকে হারালো নেপাল

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৭, ১৬:৩৮

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুতে বাংলাদেশের কাছে হেরেই শুরুটা করেছিল নেপাল।বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ১৯ রানে হারিয়ে চমক দেখাল পুঁচকে নেপাল।

১২ নভেম্বর (রবিবার) কুয়ালালামপুরে তৃতীয় দিনে ভারতীয় দলকে ১৯ রানে হারিয়েছে নেপাল। অবশ্য নেপালের এমন পারফরম্যান্সে অলরাউন্ড নৈপুণ্য ছিল দিপেন্দ্র সিং আইরির।

শুরুতে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রানের স্বল্প পুঁজি গড়েছিল নেপাল। যাতে ৮৮ রান করেন দিপেন্দ্র সিং। পরে খেলতে নেমে ভালোভাবে জবাব দিচ্ছিল ভারত। ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৯১ রান। অথচ সেই দিপেন্দ্র সিংয়ের বোলিং তোপে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় ভারত। ৩৯ রান দিয়ে একাই ৪ উইকেট শিকার করেন দিপেন্দ্র সিং।

উদ্বোধনী ম্যাচে এই নেপালকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ১৪ নভেম্বর (মঙ্গলবার) খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। একই দিন এই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সাহস২৪.কম/খান/ আল মনসুর