আজ খুলনা টাইটানসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৭, ১২:৫৮

সাহস ডেস্ক

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে গতবার তৃতীয় হওয়া দলটি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মাশরাফির দল।

০৩ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা ছয়টায় ঢাকার শেষ পর্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনার টাইটানস ও রংপুর রাইডার্স এবং বেলা একটায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস।

সবার আগে সেরা চার নিশ্চিত করেছে খুলনা টাইটানস। রংপুর এখনো নিশ্চিন্ত হতে পারেনি, তাদের ভাগ্য এখনো ঝুলছে। সেরা চারে নিশ্চিত হয়েছে তিনটি দল-খুলনা টাইটানস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ডায়নামাইটস। তবে আজ প্রথম ম্যাচে সিলেট হেরে গেলে রংপুরের সম্ভাবনা উজ্জ্বল হবে।

আগের ম্যাচে রংপুরকে ৯ রানে হারিয়েছিল খুলনা। আজ সেই জয় টাইটানসকে অনুপ্রাণিত করবেই। টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘রংপুরের বিপক্ষে আমরা আগের ম্যাচ জিতেছিলাম। আমরা জানি, আমাদের কী করতে হবে। তবে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই, আমাদের পা মাটিতেই আছে।’

লিগ টেবিলের সেরা দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে। আর ওই ম্যাচ জিতলেই ফাইনাল। নাফিস জানান, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়নি। সেদিনের ব্যর্থতা ভুলে রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাই, পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকতে চাই। আশা করি, রবিবার ইতিবাচক ফল পাবো আমরা।’

অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে টানা তিন ম্যাচ হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি অবশ্য সেরা চার নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘শুরুতে তিনটি হার আমাদের কাজটা খুব কঠিন করে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারাতে পারিনি। আশা করি, কাল ভালো খেলেই খুলনা টাইটানসকে হারাতে পারবো।’

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত