বিসিবিকে ১০ বছরের পরিকল্পনা: পাইবাস

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:২০

সাহস ডেস্ক

টাইগারদের নিয়ে ১০ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন পাইবাস। যা সভাপতি নাজমুল হাসান পাপনকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

৬ ডিসেম্বর (বুধবার) হেড কোচের পরীক্ষা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন রিচার্ড পাইবাস।

পাপন আকৃষ্ট হয়েছেন বটে কিন্তু তাকে চূড়ান্ত করেননি। কেননা আরও দুই কোচকে পরখ করে দেখা বাকি আছে। এই দুইজনের একজন ক্যারিবীয় ফিল সিমন্স এবং অপরজন জিওফ মার্শ।

বিসিবি সভাপতি পাপন জানান, ‘৯ তারিখে আসবে ফিল সিমন্স। তার আগেও একজন আসার কথা। তার নাম এখন বলছি না। কারণ, যেহেতু এখনও তারিখ ঠিক হয়নি, তেমন নিশ্চয়তা এখনও মেলেনি। আরও কয়েক জনের সঙ্গে কথা হচ্ছে। তাদের এর মাঝেই আসতে হবে। ১০ তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাচ্ছি।’

ফিল সিমন্স আসার আগে আরো একজন আসার কথা আছে। তার নাম এখন পর্যন্ত উল্লেখ করেননি পাপন। তবে সংক্ষিপ্ত তালিকায় আছেন জিওফ মার্শ। ধারণা করা হচ্ছে, তিনিই সেই কোচ প্রার্থী যিনি সিমন্সের আগেই পরীক্ষা দিতে আসবেন। তাদের সাথে সাক্ষাৎকারের পরে ১০ ডিসেম্বরের বোর্ড সভায় হয়তো কোচের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত