তামিম হাফসেঞ্চুরি করেই জিতে নিলেন রোলেক্স ঘড়ি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২

সাহস ডেস্ক

ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগ। এই নতুন ফরম্যাটে সেঞ্চুরি অথবা হাফসেঞ্চুরি করতে পারলেই থাকছে নতুন ধরণের পুরস্কার। 

১৫ ডিসেম্বর (শুক্রবার) এই নতুন ফরম্যাটে পাখতুনস'র হয়ে প্রথম অর্ধশতক রান করেছেন তামিম ইকবাল। 

নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন তামিম। এই ম্যাচে সেরা ব্যাটসম্যান, সেরা বাউন্ডারি এবং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

ক্রিকেটের নতুন এ সংস্করণে ক্রিকেট মাঠ মাতাতে দুবাইতে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। চার দিনের এ লিগে সেঞ্চুরি করতে পারলেই ক্রিকেটারদের জন্য থাকছে দুবাইয়ে একটি বিলাসবহুল স্টুডিও অ্যাপার্টমেন্ট। যা আরব আমিরাতের মুদ্রায় আনুমানিক ৫০০০০০ দিরহাম। আর বাংলাদেশি টাকায় ১ কোটি ১২ লাখ ৮৭ হাজার টাকা।  

শুধু সেঞ্চুরি করলেই এমন মনকাড়া পুরস্কার থাকছে তা কিন্তু নয়। থাকছে হাফ-সেঞ্চুরিতেও আকর্ষণীয় পুরস্কার। হাফ সেঞ্চুরি করলেই পাবেন হুবোন্ট ব্যান্ডের রোলেক্স ঘড়ি। যার মূল্য ৪.৬ মিলিয়ন। বাংলাদেশি টাকায় যার মূল্য ৪৬ লাখ টাকা।

রাতে ৬ষ্ঠ ম্যাচে তামিমের পাখতুনস মাঠে নামে টিম শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন পাখতুনস অধিনায়ক আফ্রিদি। ম্যাচে ২৭ বলে ৫৬ রান করে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন তামিম। আর এই হাফসেঞ্চুরি করেই জিতে নিলেন রোলেক্স ঘড়ি।  

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত