ভুরুঙ্গামারীতে ঘোড়াদৌড় প্রতিযোগীতায় মানুষের ঢল

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৩:২৩

কুড়িগ্রাম প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে সর্বদলীয় ঐক্যের উদ্যোগে তিন দিন ব্যাপী গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় প্রায় ৫০ হাজার নারী পুরুষ ঘোড়দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ মন্ডল। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত অফিসার শ্রী তাপস চন্দ্র পন্ডিত, বিশিষ্ট ব্যবসায়ী সুলায়মান আলী প্রমুখ। 
খেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় নাগেশ্বরী উপজেলার চান্দের হাটের আব্দুল আলিমের ঘোড়া ১ম, আন্ধারীঝাড়ের আলাল হোসেনের ঘোড়া ২য় এবং নওগার কিশোরী তাসলিমা পারভীন ৩য় স্থান অধিকার করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাগফরুল হাসান আব্বাসী ও জেলা পরিষদ সদস্য আব্দুল ওয়াদুদ সরকার। পুরো আয়োজনের তত্বাবধানে ছিলেন, আন্ধারীঝাড় ইউপি’র সাবেক চেয়ারম্যান আমির হোসেন সরকার।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত