মারক্রাম ও মর্কেলের চাপে জিম্বাবুয়ে

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৪

সাহস ডেস্ক

২০১৭ সালের শেষে জিম্বাবুয়ে একটি টেস্ট খেলতে পারি জমিয়েছে দক্ষিণ আফ্রিকায়। ডিসেম্বর ২৬-২৯ ডিসেম্বরের চার দিনের টেস্টের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। 

টসে জিতে আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়ে দাপট দেখিয়েছেন জিম্বাবুয়ের বোলাররা। জিম্বাবুয়ের দাপটের মাঝেও সেঞ্চুরি করেছেন অভিষিক্ত এইডেন মারক্রাম। 

যদিও সেন্ট জর্জেস পার্কে শুরুতে প্রথম দুই সেশনে ৪ উইকেটের বিনিময়ে আসে ২৫১ রান। তৃতীয় সেশনে মাত্র ৮৮ রানে সাজঘরে ফেরে ৯জন! এ ৯ উইকেটে ৩০৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে খেলতে নেমে মর্নে মরকেলের বিধ্বংসী বোলিংয়ে শেষ সেশনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। শুরুর ওভারেই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডাব্লিউ করান মরকেল। একে একে ১৪ রানে বিদায় নেন বাকি তিনজন। ক্রিজে আছেন কাইল জার্ভিস (৪) ও রায়ান বার্ল (১৫)। মরকেল ৭ ওভারে ২০ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। একটি নেন ভারনন ফিল্যান্ডার। ফলোঅন এড়াতে ১৬০ রান তুলতে হবে সফরকারী জিম্বাবুয়েকে।

স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ৩০৯/৯ ডিক্লে (এলগার ৩১, মারক্রাম ১২৫, আমলা ৩, ডি ভিলিয়ার্স ৫৩, বাভুমা ৪৪, ডি কক ২৪, ফিল্যান্ডার ১০, ফেলুকওয়ায়ো ৪*, রাবাদা ১, মহারাজ ৫; জার্ভিস ৩/৫৭, মুজারাবানি ০/৪৮, পোফু ৩/৫৮, চিবাবা ০/৫১, ক্রেমার ২/৬৬, রাজা ০/২৫)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৬ ওভারে ৩০/৪ (মাসাকাদজা ০, চিবাবা ৭, আরভিন ৪, টেইলর ০, ব্রুল ১৫*, জার্ভিস ৪*; মর্কেল ৩/২০, ফিল্যান্ডার ১/৫, রাবাদা ০/৪)

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত