লেভান্তের বিপক্ষে বার্সার সহজ জয়

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:০৩

সাহস ডেস্ক

লা লিগায় আরেকটি মাইলফলক ছোঁয়ার ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যুতে ম্যাচের প্রতিপক্ষ লিগে ১৬ নম্বরে থাকা লেভান্তের বিপক্ষে সহজ জয় পেলো মেসি-সুয়ারেজদের বার্সেলোনা।

০৭ জানুয়ারি (রবিবার) কাম্প ন্যুতে স্থানীয় সময় বিকালে লেভান্তের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। 

পয়েন্ট টেবিলের নিচের দিকের দল লেভান্তের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই গোল পেয়ে যায় বার্সেলোনা। ১২তম মিনিটে জর্দি আলবাকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে সতীর্থের হেডে ফিরতি বল পেয়ে হাফ-ভলিতে লক্ষ্যভেদ করেন মেসি। বল পোস্টের ভিতরের দিকে লেগে জালে জড়ায়।

এবারের লিগে এ নিয়ে সর্বোচ্চ ১৬ গোল করলেন মেসি। লা লিগায় বার্সেলোনার জার্সিতে ৪০০ ম্যাচ খেলে ৩৬৫ গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

৩৮তম মিনিটে অতর্কিত এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে পাওলিনিয়োর উঁচু লম্বা শটে বল ডান দিকে পেয়ে প্রথম ছোঁয়ায় ডি-বক্সে বাড়ান সের্হিও রবের্তো। আর বল বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে এবারের লিগে নিজের একাদশ গোলটি করেন সুয়ারেস।

সাড়ে তিন মাসের বেশি সময় চোটের কারণে বাইরে থাকার পর প্রথম শুরুর একাদশে সুযোগ পাওয়া উসমান দেম্বেলে গোল না পেলেও স্বরূপে ফেরার আভাস দিয়েছেন। ৬৭তম মিনিটে তাকে তুলে নেন কোচ।

যোগ করা সময়ে ডি-বক্সের মধ্যে এক জনকে কাটিয়ে আরেক জনের বাধা এড়িয়ে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান মেসি। তা পেয়ে অনায়াসে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো।

১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত