ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:৫৯

সাহস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতকে মাত্র ২০৮ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। এই রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। 

০৮ জানুয়ারি (সোমবার) কেপটাউনে সিরিজের প্রথম টেস্টে ৭২ রানে হেরেছে ভারত।

দলীয় মাত্র ৩৯ রানে তিন উইকেট হারিয়ে বসে তারা। এর পর আর খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তাই মাত্র ১৩৫ রানে দ্বিতীয় ইনিংস গুটিয়ে নিলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোহলিদের।
 
দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ রবিচন্দ্রন অশ্বিনের। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে তিনি কিছুটা দৃঢ়তা দেখালে তাঁদের হারের ব্যবধান কিছুটা কমে। তিনি ৮১ মিনিট পিচে থেকে ৩৭ রানের একটা ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক কোহলির ২৮ রান। অন্যারা আসা যাওয়ায় ব্যস্ত থাকায় দুই শতকের কিছুটা বেশি রানও টপকাতে পারেনি সফরকারী দলটি।

প্রোটিয়া পেসার ভার্নন ফিল্যান্ডার একাই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামান। তিনি ১৫.৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।

অবশ্য দক্ষিণ আফ্রিকার উইকেট যে বরাবরই বোলারদের স্বর্গরাজ্য, সেটা আবার প্রমাণিত হয়েছে। কেপটাউনে সিরিজের প্রথম টেস্টে বোলাররাই ছড়ি ঘুরিয়েছেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত