ডাবল সেঞ্চুরিটা করেই ফেললেন মুমিনুল

প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৮, ১৭:২২

সাহস ডেস্ক

আগের দিনই আভাস দিয়েছিলেন তিনি, ১৬৯ রানের হার-না-মানা একটি ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি করার। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পেলেন মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে নেমে প্রথম দিনে দারুণ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান দ্বিতীয় দিনে তা নিয়ে গেছেন ডাবল সেঞ্চুরিতে।

আজ বুধবার (১০ জানুয়ারি) সাভার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলতে নেমে পানি পানের বিরতির পর ২০০ রান করেন তিনি।  আর তা করতে বল খরচ করেছেন ২৫৫টি, ১৯টি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। মুমিনুলের ডাবল সেঞ্চুরির পর জাকির হাসান সেঞ্চুরি করেন।

এর আগে  ইয়াসির আলী ৩৩, মোহাম্মদ আশরাফুল ১৩ ও অলক কাপালি ৩৫ রান করে সাজঘরে ফিরে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৪.৩ ওভারে পূর্বাঞ্চলের সংগ্রহ পাঁচ উইকেটে ৪৩০ রান। ২০৩ রানে অপরাজিত আছেন মুমিনুল। তাঁর সঙ্গী জাকির অপরাজিত রয়েছেন ১০১ রানে।

আর কদিন বাদে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে নেই মুমিনুল। দারুণ এই ডাবল সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেতে পারেন তিনি, সেটা এখন ধরেই নেওয়া যায়।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত