আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৮, ১৭:১৫

অনলাইন ডেস্ক

ডানহাতি পেসার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশ বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আল আমিন। অবশেষে আজ শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আল-আমিনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা দিলো বিসিবি।

বিপিএলের সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে অভিযুক্ত হন আল আমিন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর শেষ পর্যন্ত তার অ্যাকশন বৈধ ঘোষণা করলো বিসিবি। বিসিবি’র বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘পরীক্ষায় দেখা গেছে আল আমিনের বোলিং অ্যাকশনে কোনও সমস্যা নেই। চলতি বিসিএলের দ্বিতীয় রাউন্ড থেকেই তিনি খেলতে পারবেন।’

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিলো। পরবর্তীতে চেন্নাইয়ে বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবারো ক্রিকেট মাঠে ফিরেছিলেন আল-আমিন।

সাহস২৪.কম/আল মনসুর