শুরুতেই সাকিবের জোড়া আঘাত

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ১২:১১

সাহস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই সাকিবের জোড়া আঘাত হেনেছে। সিরিজির প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার (১৫ জানুয়ার) সকাল ১২ টার দিকে খেলা শুরু হয়।

মাশরাফির সঙ্গে দুই পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। রুবেল ও মুস্তাফিজকে নিয়ে সাজানো হয়েছে বোলিং আক্রমণ। সাকিবের সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে নেওয়া হয়েছে সানজামুল ইসলামকে। একাদশে রয়েছেন সাত বিশেষজ্ঞ ব্যাটসম্যান।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত