যুব বিশ্বকাপে দ্বিতীয় বড় স্কোর নিউজিল্যান্ডের

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩

সাহস ডেস্ক

২০১৮ নিউজিল্যান্ড যুব বিশ্বকাপে রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৬ রানের দলীয় স্কোরের রেকর্ড গড়েছে স্বাগতিকরা।

১৭ জানুয়ারি (বুধবার) কেনিয়ার বিপক্ষে বড় ধরণের জয় পেলো স্বাগতিক নিউজিল্যান্ড।

রেকর্ড গড়া ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ২৪৩ রানের বিশাল ব্যবধানে। আর এই ম্যাচে যুব বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন কিউই ব্যাটসম্যান জ্যাকব ভুলা!

নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহের পেছনে অতিমানবীয় ইনিংস খেলেছেন জ্যাকব ভুলা। এই ওপেনারের ১৮০ রানের বিধ্বংসী ইনিংসই গড়ে দিয়েছে মঞ্চ। তার ১৪৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছয়। সঙ্গী আরেক ওপেনার রবিন্দ্রও ছিলেন আগ্রাসী। ১০১ বলের ইনিংসে বিদায় নেন ১১৭ রানে। এই জুটিতে ৩৫.৫ ওভারে আসে ২৪৫ রান। শুরুতে এই রানেই ফেরেন রবিন্দ্র।

এরপর ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিন অ্যালেন। ৪০ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছয়। এক পর্যায়ে এই তারকার ব্যাটিংয়ে মনে হচ্ছিল যুবাদের হয়ে বিশ্বকাপে দ্রুতগতির সেঞ্চুরি হাঁকাবেন। কিন্তু বিদায় নিয়েছেন নড়বড়ে নব্বইয়ে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৪৩৬ রানের রেকর্ড ইনিংস দাঁড় করায় যুবারা।

জবাবে কেনিয়ার ব্যাটিং ছিল ধীর স্থির। ৪ উইকেটে ১৯৩ রানই তুলতে পারে নির্ধারিত ৫০ ওভারে। তাদের হয়ে ওপেনার আমান গান্ধি ৬৩ সর্বোচ্চ রান করেন।

যুব বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় স্কোরটি অস্ট্রেলিয়ার। এই কেনিয়ার বিপক্ষেই ২০০২ সালে ৪৮০ রানের রেকর্ড ইনিংস গড়ে অসিরা। যা এখনও সর্বোচ্চ।

নিউজিল্যান্ড স্কোর: ৪৩৬/৪ (ভুলা ১৮০, রবিন্দ্র ১১৭ ও অ্যালেন ৯০)

কেনিয়া: ১৯৩/৪ (গান্ধি ৬৩)

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত