সাকিবের অর্ধশতক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ১৪:৩৯

সাহস ডেস্ক

নতুন বছরের শুরু থেকেই হাসছে তামিম ইকবালের ব্যাট। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন ৮৪ রানের অপরাজিত ইনিংস। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও তামিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশের দলীয় সংগ্রহ পৌঁছেছিল তিন অঙ্কে। তামিম নিজেও অনেকখানি এগিয়ে গিয়েছিলেন শতকের পথে। কিন্তু সেই ৮৪ রান করে তাঁকে ফিরতে হয়েছে সাজঘরে। তামিমের পর অর্ধশতক পূর্ণ করেছেন বাংলাদেশের আরেক ব্যাটিং ভরসা সাকিব আল হাসানও। তিনি উইকেটে আছেন ৫৭ রান নিয়ে। তামিম-সাকিবের অর্ধশতকে বাংলাদেশ পেরিয়েছে ২০০ রানের কোটা। এ প্রতিবেদন লেখার সময় ৩৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৫ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ আর নতুন বছরের শুরুটা ভালোভাবেই করেছে বাংলাদেশ। আজ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে শুরুটা ভালো হয়েছে টাইগারদের। টস জিতে ব্যাট করতে নেমে ধীরস্থিরভাবে শুরু করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছেন ৭১ রান। ১৫তম ওভারে ৩৫ রান করে আউট হয়েছেন এনামুল। এরপর তামিম ও সাকিব মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৯৯ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেবার তিনি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও টসভাগ্য গেছে বাংলাদেশের পক্ষে। তবে এবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই হাথুরুসিংহের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

মাঠে নামার আগেই অবশ্য বড়সড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। আজ তাঁর জায়গায় লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল। অন্যদিকে দলে একটি পরিবর্তন এনে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত