জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১২:০৩

সাহস ডেস্ক

বাংলাদেশ চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ জয়ে বোনাসসহ ১০ পয়েন্ট পেয়ে ফাইনালে উঠেছে স্বাগতীক বাংলাদেশ। জিম্ববুয়ের একটি জয়ে পেয়েছে ৪ পয়েন্ট। কিন্তু এখন পর্যন্ত জয় পায়নি চন্ডিকা হাতুরুসিংহের শ্রীলংকা। ফাইনালে জেতে হলে শ্রীলংকাকে টানা দুই ম্যাচ জিততে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের উদ্দেশ্যে লেখবে শ্রীলংকা।

২১ জানুয়ারি (রবিবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১২টার সময় শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজে এখনও জয়ের মুখ দেখেনি শ্রীলংকা। জিম্বাবুয়ের কাছে হারের পর উড়ে গেছে বাংলাদেশের সঙ্গে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জিম্বাবুয়েকে হারাতেই হবে লঙ্কানদের।

লিগ পর্বে তিন দলই দুটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ দুই ম্যাচেই বোনাস পয়েন্ট সহ জিতে নিশ্চিত করেছে ফাইনাল। শিরোপা লড়াইয়ে মাশরাফির দলের প্রতিপক্ষ কে হবে তা নির্ভর করছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার ম্যাচের ওপরে। ৪ পয়েন্ট সংগ্রহ করা জিম্বাবুইয়ানরা জিতলে চূড়ান্ত করবে ফাইনালের টিকিট।

তবে তাদের অপেক্ষায় রাখতে হলে শ্রীলঙ্কাকে জিততেই হবে এবং সেটা বড় ব্যবধানে। এরপর লঙ্কানরা তাকিয়ে থাকবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের দিকে, আর সেই ম্যাচে অবশ্যই তাদের সমর্থন থাকবে স্বাগতিকদের পক্ষে। জিম্বাবুয়েকে বাংলাদেশ হারালে শ্রীলঙ্কার ভরসা শেষ ম্যাচ। 

২৫ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে গেলেও রানরেটের হিসেবে ফাইনালে উঠতে পারে হাথুরুসিংহের দল। আপাতত রানরেটে বেশ ফারাক জিম্বাবুয়ের (-১.১২০) সঙ্গে শ্রীলঙ্কার (-১.৭৫০)। এত জটিল হিসেবের মধ্যে পড়তে না চাইলে শ্রীলঙ্কার সামনে একটাই পথ খোলা—বাকি দুই ম্যাচেই জয়!

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত