ঢাকায় এসেই অনুশীলনে মালদ্বীপের টিসি স্পোর্টস

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৮, ১৩:৪৪

সাহস ডেস্ক

এএফসি কাপের প্রি-প্লে অফ ম্যাচ খেলতে গত বছরের চট্টগ্রাম শেখ কামাল ক্লাব কাপের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের সদস্যরা এখন ঢাকায়। 

২১ জানুয়ারি (রবিবার) বিকেলেই বুয়েট মাঠে অনুশীলন করেছে গত বছরের চ্যাম্পিয়নরা। 

অতিথি দলের কোচ মোহাম্মদ নিজামের কণ্ঠে প্রতিপক্ষ সম্পর্কে সমীহ। তিনি বললেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাবের মান ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর কাছাকাছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে ওদের ৬-৭টা ম্যাচ দেখেছি। আমরা জানি, ওরা চট্টগ্রাম আবাহনী থেকে কয়েকজন খেলোয়াড় নিয়েছে। শেখ কামাল ক্লাব কাপে ওই ফুটবলারদের বিপক্ষে আমাদের দলের ছেলেরা খেলেছিল। তবে সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য আছে। কারণ চট্টগ্রাম আর ঢাকার মাঠ এক নয়।’

সাইফ স্পোর্টিংয়ের ইংলিশ স্ট্রাইকার চার্লি শেরিংহ্যামকে নিয়ে বেশ উদ্বিগ্ন টিসি স্পোর্টসের কোচ, ‘সাইফের খেলা সম্পর্কে আমাদের ধারণা আছে। চার্লি শেরিংহ্যামের উচ্চতা ওদের বাড়তি সুবিধা দিতে পারে।’ প্রস্তুতির ঘাটতিও দুশ্চিন্তায় রেখেছে তাকে, ‘আমরা গত মৌসুমে মালদ্বীপ লিগে রানার্সআপ হয়েছিলাম। তবে ঢাকায় আসার আগে বেশি দিন প্রস্তুতি নিতে পারিনি। ১৫ ডিসেম্বর লিগ শেষ হওয়ার পর ফুটবলাররা ছুটিতে চলে যায়। আমরা কোনও প্রস্তুতি ম্যাচও খেলতে পারিনি।’

তবে যত সমস্যাই থাক, মোহাম্মদ নিজামের একটাই লক্ষ্য, ‘আমরা ঢাকায় জয়ের জন্য এসেছি। অ্যাওয়ে ম্যাচ হলেও ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়ে খেলবো। শেখ কামাল ক্লাব কাপের শিরোপা আমাদের দারুণ অনুপ্রাণিত করবে, আত্মবিশ্বাস জোগাবে।’

আগামী ২৩ জানুয়ারি (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব এবং টিসি স্পোর্টস ক্লাব।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত