জয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১১:২৬

সাহস ডেস্ক

নতুন বছরের শুরুটা দারুই করলো বাংলাদেশ। ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে বোনাস পয়েন্ট সহ ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে টাইগার শিবির। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আরও দুবার মাঠে নামছেন মাশরাফিরা। আর এ ম্যাচ দুটিতেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে স্বাগতিক দলটি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বেলা ১২টায় খেলাটি অনুষ্ঠিত হবে।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হিথ স্ট্রিক শিষ্যদের পাত্তাই দেয়নি সাকিব-তামিমরা। ১৭১ রানের টার্গেটে আট উইকেটের বড় ব্যবধানেই জয় তুলে নেয় লাল-সবুজের দল। 

আসরের অন্য দল শ্রীলঙ্কার বিপক্ষেও নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপট দেখায় বাংলাদেশ। ৩২০ রান সংগ্রহের পর সাবেক গুরু হাথুরুর শিষ্যদের ১৬৩ রানে হারায়।

নির্ভার হলেও ফাইনালে যাওয়ার আগে প্রতিপক্ষকে কোনো ছাড় দিতে চাইছে না টাইগাররা। এমন মন্তব্য পাওয়া গেল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও দলের সিনিয়র ক্রিকেটারর মুখ থেকে।

কেননা জিম্বাবুয়ে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঠিকই পরের ম্যাচে জিতে নিয়েছে। ফলে কোনো ভাবেই তাদের ছোট করে দেখার উপায় নেই।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমান মায়ার, ক্রেগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, ব্লেসিং মুজারবানি, তেন্দাই চাতারা।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত