সাকিবের বিদায়, তামিমের ফিফটি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৩:৪৮

সাহস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমে বিজয়কে হারিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে তামিম- সাকিব। হঠাৎ করে ফিফটি করে সাকিব আউট হয়ে গেলেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৬ রান।

আগের দুই ম্যাচে ওপেনাররা দারুণ শুরু এনে দিলেও আজ ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। ১ রান করে কাইল জার্ভিসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এ ডানহাতি ওপেনার।

এরপর সাকিবকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল রেখেছেন তামিম ইকবাল।  তামিম ফিফটি করে এখনও  ব্যাট করছেন এবং সাকিব ৫১ রান করে আউট।

প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

এদিকে ত্রিদেশীয় সিরিজে নিজেদের সর্বশেষ ম্যাচে নেতৃত্ব দিয়ে শ্রীলংকাকে হারিয়ে ওয়ানডেতে ২৯টি জয় তুলে পূর্বসূরি হাবিবুল বাশার সুমনের রেকর্ড স্পর্শ করেন মাশরাফি। দেশের হয়ে নেতৃত্ব দিয়ে হাবিবুল বাশার সুমন ৬৯ ম্যাচে ২৯ জয়ের দেখা পেয়েছিলেন।

আজ জিম্বাবুয়েকে হারাতে পারলেই রেকর্ড গড়বেন মাশরাফি। তার নেতৃত্বে ৩০ ম্যাচ জয় করবে টাইগার বাহিনী। মাশরাফির হাত ধরে সৃষ্টি হবে নতুন এক মাইলফলক।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত