মেসি সর্বকালের সেরা খেলোয়াড়: ভালভেরদে

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:২১

সাহস ডেস্ক

লা লিগায় রিয়াল বেতিসের মাঠে রিয়াল বেতিসকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেণ আর্জেনটাই ও বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। এই ফরোয়ার্ডের উচ্ছসিত প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে দেখছেন কাতালান ক্লাবটির কোচ।

২১ জানুয়ারি (রবিবার) স্বাগতিকদের মাঠে ৫-০ গোলের জয় পায় বার্সেলোনা। মেসির পাশাপাশি জোড়া গোল করেন লুইস সুয়ারেস। অপর গোলটি ইভান রাকিতিচের।

চলতি লিগে এখন পর্যন্ত ১৯ গোল করা মেসির প্রশংসায় ম্যাচ শেষে ভালভেরদে বলেন, ‘তাকে আপনার উপভোগ করতেই হবে। আমরা তার যুগে বাস করার সুযোগ পেয়েছি। (প্রতিপক্ষ কোচ হিসেবে) তার জন্য আমি ভুগেছি এবং আমি জানি, তা কেমন লাগে। এখন আমি এটা উপভোগ করতে পারি। সে সেরা এবং চিরকাল সেরা থাকবে।’

এই জয়ে ২০ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৩। ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

পয়েন্ট টেবিলে বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও লিগের বাকি সময়টাকে কম গুরুত্বের চোখে দেখছেন না ভালভেরদে। ‘আমাদের জন্য এটা বিরক্তিকর লিগ হবে না। আমরা আমাদের ম্যাচগুলো জয়ের চেষ্টা করে যাবো। এখনও ১৮ ম্যাচ বাকি, সংখ্যাটা অনেক। আমাদের প্রতিটা ম্যাচ জেতা হবে একটি করে বড় ধাপ।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত