জিম্বাবুয়েকে ২১৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৫১

সাহস ডেস্ক

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব-তামিমের জুটিতে শুরুতেই শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু দ্রুত উইকেট পতনে মাত্র ২১৬ রানে থমকে যায় স্বাগতিকরা।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রীকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৭ রানের টার্গেট দেয় স্বাগতিক বাংলাদেশ।

ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। কাইল জার্ভিসের বলে স্পষ্ট এলবিডাব্লিউতে সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয়।

এই প্রাথমিক ধাক্কা সামলে নেন অভিজ্ঞ দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সাকিব আগে হাফসেঞ্চুরি করেন। ৮০ বলে ৬ চারে ৫১ রান করে সিকান্দার রাজার বলে বিদায় নেন।

অপর দিকে তামিমও তুলে নেন ফিফটি। সঙ্গী মুশফিক কিছুক্ষণ ইনিংস গড়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ১৮ রানে তাকে তালুবন্দি করান ক্রেমার। ধীরে ধীরে বাংলাদেশকে চাপে ফেলে দেন জিম্বাবুয়ের বোলাররা। যার মূল ধসটা আসে লেগ স্পিনার ক্রেমারকে দিয়েই। মুশফিককে ফিরিয়ে এক ওভার বিরতি দিয়ে নতুন নামা মাহমুদউল্লাহকেও সাজঘরে ফেরান তিনি। মাহমুদউল্লাহ ফেরেন ২ রানে। এরপর সেঞ্চুরির পথে থাকা তামিম ইকবালকেও স্টাম্পড করান। ১০৫ বলে ৬ চারে ৭৬ রান করে ক্রিমারের বলে বিদায় নেন ওপেনার তামিম।

নতুন নামা সাব্বিরও কিছুই করতে পারেননি। কাইল জার্ভিসের শর্ট বলে ক্যাচ দিয়ে সাব্বির ফেরেন ৬ রানে। চাতারা সানজামুলকে ১৯ রানে ফেরালে পরবর্তী কাজ শেষ করেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। নাইটওয়াচম্যানদের মিনি ঝড়ে ৯ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মোস্তাফিজ ২২ বলে অপরাজিত ছিলেন ১৮ রানে। রুবেল এক ছয়ে অপরাজিত ছিলেন ৮ রানে।

জিম্বাবুয়ের পক্ষে ১০ ওভারে ৩২ রান দিয়ে একাই ৪ উইকেট নেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন কাইল জার্ভিস। একটি নেন সিকান্দার রাজা।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত