নতুন মাইলফলক ছুঁলেন তামিম

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৭:১৫

সাহস ডেস্ক

২০১৮ বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নতুন এক উচ্চতায় পা রাখলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন বাঁহাতি এই ওপেনারের। তার মাইলফলক ছুঁতে এদিন প্রয়োজন ছিল মাত্র ৬৬ রান। টুর্নামেন্টে টানা তৃতীয়বার হাফসেঞ্চুরি করে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।

৩ জানুয়ারি (মোঙ্গলবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এ লেখায় নতুন মাইলফলক ছুঁলেন বাঁহাতি ওপেনার।

ওয়ানডেতে রানে একসময় তুমুল লড়াই ছিল তামিম ও সাকিব আল হাসানের। তবে গত বছর তিনেকের দুর্দান্ত ধারাবাহিকতায় এখন অনেকটাই এগিয়ে তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৫১ রানে আউট হওয়া সাকিব দুইয়ে আছেন ৫ হাজার ২৩৫ রান নিয়ে।

বাংলাদেশের হয়ে ৫ হাজার রান নেই আর কারও। ৪ হাজারও আছে কেবল আর মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরু করেন ৪ হাজার ৬৫২ রান নিয়ে।

১৭৫ ইনিংসে তামিম করলেন ৬ হাজার রান। গত কয়েক বছরে তার অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ মেলে ওয়ানডে রানের পথচলাতেও। ৩ হাজার ছুঁতে লেগেছিল ১০২ ইনিংস। পরের ৩ হাজার করলেন ৭৩ ইনিংসেই।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ হাজার স্পর্শ করেছিলেন তামিম। সেখান থেকে পরের ২১ ইনিংসে স্পর্শ করেন ৫ হাজার। পরের হাজার রান করলেন ১৭ ইনিংসেই।

১২৩ ইনিংসে ৬ হাজার করে দ্রুততম ৬ হাজারের বিশ্বরেকর্ড হাশিম আমলার।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত