মাশরাফি-সাকিবের বোলিংয়ে বিপাকে জিম্বাবুয়ে

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৭:২৩

সাহস ডেস্ক

টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় স্কোরটা খুব বেশি বড় হয়নি বাংলাদেশের। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ২১৬ রান সংগ্রহ করেছেন স্বাগতিকরা। 

তাই বোলিংয়ে ভালো শুরুর অপেক্ষায় ছিল স্বাগতিকরা। মাশরাফি ও সাকিবের চমৎকার বোলিংয়ে সেটা পেয়েছে বাংলাদেশ। তাদের জোড়া আঘাতে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে জিম্বাবুয়ে।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রীকেট স্টেডিয়ামে ২১৭ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলনেতা মাশরাফির জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরে গেলেন হ্যামিল্টন মাসাকাদজা। শুরু থেকেই ধুঁকতে থাকা এই ওপেনার মাত্র ৫ রান করে ধরা পড়েন সাব্বির রহমানের হাতে।

এবার সাকিবের ঘূর্ণিতে বোকা বানান সোলোমন মীরকে। মাত্র ৭ রানে বোল্ড করে এই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি অলরাউন্ডার। তার পরের বলেই শূণ্য রানে ব্রান্ডন টেইলরকে এলবিডাব্লিউ করে ফেরান সাজ ঘরে। তখন সাকিবের হ্যাট্রিকের সুজোগ ছিলো।

পরের ওভারে ১১ রানে এ্যারভিনকে সাজঘরে ফেরান দলনেতা মাশরাফি। এখন পর্যন্ত ক্রিজে টিকে আছেন অলরাউন্ডার সিকান্দার রাজা ও পিটার মুর।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত