sports-32549-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87 অর্থের অভাবে সিরিজ হচ্ছে না জিম্বাবুয়ে

অর্থের অভাবে সিরিজ হচ্ছে না জিম্বাবুয়ে

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৮

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ে ক্রিকেটে সুবর্ণ সময়গুলো এখন অতীত হয়ে গেছে। নেই আগের দিনগুলাও।হারিয়ে গেছে টাকার অভাবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জৌলুস।

বোর্ডের টাকা নেই এমন কথা বেশ পুরোনো। অনেক তারকা ক্রিকেটার অভিমানে কাউন্টিও খেলতে চলে গিয়েছিলেন। তবে মাঝখানে জাতীয় দলের কিছু খেলোয়াড় ফিরে এসে অবস্থার পরিবর্তনের আশা জাগিয়েছিলেন। তবে বোর্ডের অবস্থার পরিবর্তন হয়নি। 

জুলাই-আগস্টে পাকিস্তানের জিম্বাবুয়ে সফর বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, কারণ সম্প্রচার থেকে টাকা পাচ্ছে না বোর্ড।

সফরটি যে বাতিল হয়ে যেতে পারে, নিরুপায় হয়ে সে রকম কথাই জানিয়েছেন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল হাসনাইন, ‘আর্থিক যেই অবস্থা চলছে, তাতে পাকিস্তান সিরিজ সম্ভব নয়। কারণ সম্প্রচার থেকে আমরা সেভাবে টাকা পাচ্ছি না। প্রোডাকশন বাবদ যে খরচ হয়, তাতেই অনেক লোকসান হয়ে যাচ্ছে।’

অর্থের অভাবে শুধু যে পাকিস্তান সফর বাতিল হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে, তেমনটা নয়। অস্ট্রেলিয়ার সফরও হুমকির মুখে। অস্ট্রেলিয়ার জিম্বাবুয়ে সফর করার কথা আগামি জুনে। 

দ্বিপক্ষীয় সিরিজের সূচিতে একটি টেস্টও আছে। আর এই সিরিজকেই ত্রিদেশীয় সিরিজের রূপ দেওয়ার কথা ভাবছে জিম্বাবুয়ে। টেস্ট বাদ দিয়ে অন্তত সংক্ষিপ্ত ফরম্যাটে যাতে খেলাটি হয়, সেদিকেই নজর দেশটির।

সাহস২৪.কম/খান/আল মনসুর