আতলেতিকোর মাঠে ফাইনাল খেলবে বার্সা-সেভিয়া

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৭

সাহস ডেস্ক

স্প্যানিশ কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ঝামঝমক খেলাটি অনুষ্ঠিত হবে আতলেতিকো মাদ্রিদের নতুন স্টেডিয়ামে।

১২ ফেব্রুয়ারি (সোমবার) রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, ২১ এপ্রিল কোপা দেল রে’র শিরোপার চূড়ান্ত লড়াই হবে ওয়ান্দা মেত্রোপলিতানোয়।

সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে ভালেন্সিয়াকে হারায় প্রতিযোগিতাটির টানা তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৩-১ গোলে সেভিয়া হারায় কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়া লেগানেসকে।

মেত্রোপলিতানো স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬৮ হাজার। চলতি মৌসুমের শুরুতে খুলে দেওয়া এই মাঠে হবে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কোপা দেল রে’র গত দুই আসরের ফাইনাল হয় আতলেতিকোর আগের স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে।

নতুন এই ভেন্যুতে বার্সেলোনা বা সেভিয়ার তেমন সুখকর কোনো স্মৃতি নেই। গত অগাস্টে এখানে লা লিগার ম্যাচ খেলতে এসে লুইস সুয়ারেসের নৈপুণ্যে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের দল। এক মাস আগে খেলতে এসে দিয়েগো সিমেওনের দলের কাছে ২-০ গোলে হারে সেভিয়া।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত