রোহিত শর্মার সেঞ্চুরিতে শীর্ষ স্থানে ভারত

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৫

সাহস ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচ ওয়ান্ডে সিরিজের প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ম্যাচ হাতে রেখে ইতিহাস গড়া সিরিজ নিশ্চিত করেছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরিতে এই জয়ের সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটাও পুরোপুরি নিজেদের করে নিয়েছে সফরকারী দল।
 
১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পোর্ট এ্যালিজাবেদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলি বাহিনী।
 
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হরিয়ে ২৭৪ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ওপেনার রোহিত শর্মা ১২৬ বলে ১১ চার ৪ ছয়ে ১১৫ রান, ওপেনার শিখর ধাওয়ান ২৩ বলে ৮ চারে ৩৪ রান এবং অধিনায়ক বিরাট কোহলি ৫৪ বলে ২ চারে ৩৬ রান করেন।
 
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ নগিডি ৪ উইকেট নেন।
 
জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০১ রান করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ওপেনার হাসিম আমলা ৯২ বলে ৫ চারে ৭১ রান, ওপেনার অধিনায়ক মার্করাম ৩২ বলে ৪ চার ১ ছয়ে ৩২ রান, ডেভিড মিলার ৫১ বলে ২ চার ১ ছয়ে ৩৬ রান এবং হেনরিক ক্লাসিন ৪২ বলে ২ চার ২ ছয়ে ৩৯ রান করেন।
 
ভারতের হয়ে সর্বোচ্চ কুলডিপ জাদব ৪ উইকেট এবং হার্ডিক পান্ডেয়া ও জুজভেন্দ্রা চাহাল ২টি করে উইকেট নেন।
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে ভারত। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা।
 
অবশ্য ২-০ ব্যবধানে এগিয়ে এক নম্বরে আগেই উঠে গিয়েছিল ভারত। কিন্তু স্থান দৃঢ় করতে আরও দুটি জয় প্রয়োজন ছিল। বর্তমানে তারা ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। শুক্রবার ভারত যদি হেরেও যায় তাতেও র‌্যাংকিংয়ের শীর্ষে থাকবে ভারত।
 
সবশেষ ওয়ানডে র‌্যাংকিং
 
র‌্যাংকিং দল রেটিং
১ ভারত ১২২
২ দঃ আফ্রিকা ১১৮
৩ ইংল্যান্ড ১১৬
৪ নিউজিল্যান্ড ১১৫
৫ অস্ট্রেলিয়া ১১২
৬ পাকিস্তান ৯৬
৭ বাংলাদেশ ৯০
৮ শ্রীলঙ্কা ৮৪
৯ ওয়েস্ট ইন্ডিজ ৭৬
১০ আফগানিস্তান ৫৩
১১ জিম্বাবুয়ে ৫২
 
সাহস২৪.কম/খান/আল মনসুর 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত