রশিদ খানের স্পিন ঘূর্ণিতে আফগানিস্তানের জয়

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২

সাহস ডেস্ক

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে রশিদ খানের স্পিন ঘূর্ণিতে সহজ জয় তুলে নিল আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তরুণ লেগস্পিন সেনসেশন রশিদ খান।

১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রান করেন জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ক্রেইগ আরভিন ৫৫ বলে ৪ চারে ৩৯ রান এবং সিকান্দার রাজার ৫০ বলে ১ চার ৩ ছয়ে ৩৮ রান করেন।

আফগানের হয়ে সর্বোচ্চ রশিদ খান ৫ উইকেট, মুজিব জার্দান ৩ উইকেট এবং দাওলাত জার্দান ও গুলবাইন নায়েব ১টি করে উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেন আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রহমত শাহ ৫২ বলে ৯ চার ১ ছয়ে ৫৬ রান এবং নাসির জামাল ৫৭ বলে ৬ চারে ৫১ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ টেনডাই চাতারা ২ উইকেট এবং গ্রিম ক্রিমার ও রাইয়ান বার্ল ১টি করে উইকেট নেন।

তৃতীয় ম্যাচ জিতে ২-১ এ এগিয়ে গেল আফগানরা। ম্যাচ সেরা হয়েছেন রশিদ খান।

১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) চতুর্থ ওডিআই মাঠে গড়াবে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত