টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ আফগানদের

প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১৫:৩৪

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে অন্যতম ফেভারিট ভাবা হয়েছিল আফগানিস্তানকে। তাদের এখন টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ স্বপ্নের হুমকিতে আছে আফগানরা।

০৮ মার্চ (বৃহস্পতিবার) বুলাওয়েতে হংকংয়ের কাছে ৩০ রানে হেরেছে আফগানিস্তান।

স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের পর হংকংয়ের কাছে হেরে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে রশিদ খানের দল। টসে হেরে আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০  ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ আনশুমান রাথ ৯০ বলে ৬ চার ১ ছয়ে ৬৫ রান, অধিনায়ক বাবর  হায়াত ৪১ বলে ৩ চার ১ ছয়ে ৩১ রান এবং ওপেনার নিজাকাত খান ৩১ বলে ৪ চারে ২৮ রান করেন।

আফগানদের হয়ে বল হাতে সর্বোচ্চ মোহম্মদ নবি ৩টি, মুজিব উর রহমান ৩টি এবং শারাফউদ্দিন আশরাফ ও শাপুর জার্দান ১টি করে  উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ব্যাট হাতে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান করে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত দাওলাত জার্দান  ৩০ বলে ৫ চারে ৪০ রান, মোহম্মদ নবি ৬৩ বলে ১ চারে ৩৮ রান এবং নাজিবুল্লাহ জাদরান ৫০ বলে ২ চারে ৩২ রান করেন।

হংকংয়ের হয়ে বল হাতে সর্বোচ্চ ইশান খান ৪টি, নাদিম আহমেদ ২টি এবং তানওয়াইর আফজাল ১টি উইকেট নেন।

আফগানদের বিপক্ষে ৩০ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হংকং। ম্যাচ সেরা হয়েছেন ইশান খান।
১০ দলের টুর্নামেন্টে সেরা দু’টি টিম জায়গা করে নেবে ২০১৯ বিশ্বকাপে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত