নেপালকে হারিয়ে শীর্ষে স্কটল্যান্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১৬:২০

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। নেপালকে ৪ উইকেটে হারিয়েছে স্কটিশরা।

০৮ মার্চ (বৃহস্পতিবার) বুলাওয়েতে নেপালকে হারিয়ে শীর্ষে স্কটল্যান্ড।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৯ রান করে নেপাল। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক পারাস খাদকা ৭৫ বলে ১০ চারে ৬৩ রান এবং অপরাজিত বাসান্ত রেগমি ৫১ বলে ১ চারে ২৪ রান করেন।

স্কটল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ স্টু ওয়েটিংহাম ৩টি, সাফাইয়ান শরিফ ও এলাসদার ইভেন ২টি এবং রিচি বেরিংটন ও টম সোল ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ব্যাট হাতে ৪১.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে স্কটিশরা। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক অপরাজিত কেল কোয়েটজার ১৩৬ বলে ৭ চার ৩ ছয়ে ৮৮ রান এবং ক্রেইজ ওয়ালেচ ২৮ বলে ১ চারে ১৭ রান করেন।

নেপালের হয়ে বল হাতে সর্বোচ্চ বাসান্ত রেগমি ও সনদীপ লামিচহান ২টি এবং লালিত রাজবানশি ও দিপেন্দ্র সিং আইরি ১টি করে উইকেট নেন।

নেপালের বিপক্ষে ৪ উইকেটে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্কটিশরা। ম্যাচ সেরা হয়েছেন কেল কোয়েটজার।

১০ দলের টুর্নামেন্টে সেরা দু’টি টিম জায়গা করে নেবে ২০১৯ বিশ্বকাপে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত