বার্সেলোনায় যোগ হচ্ছে আরেক ব্রাজিলিয়ান তারকা

প্রকাশ : ১০ মার্চ ২০১৮, ১৭:৩৬

সাহস ডেস্ক

পাওলিনহো ও কুতিনহোর পর এবার বার্সেলোনায় যোগ হতে যাচ্ছে আরেক ব্রাজিলিয়ান তারকা আর্থার। আগামী দুই একদিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হবে এ ব্রাজিলিয়ানের।

অনেক দিন ধরেই শুনা যাচ্ছিল গ্রেমিওর মিডফিল্ডার আর্থারকে দলে ভিড়াতে চায় কাতালান ক্লাব। এবারের মৌসুমে বার্সেলোনা শিবিরে নাম লিখিয়েছেন পাওলিনহো ও ফিলিপে কুতিনহো।

এই খেলোয়াড়ের দল-বদলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি। মূলত গত বছর গ্রেমিওর কোপা লিবার্তাদোরেস শিরোপা জয়ে দারুণ অবদান রাখার পর থেকেই আর্থারের প্রতি আগ্রহ জন্মায় বার্সেলোনা।

ফুটবলের ওয়েবসাইট গোলডটকমের তথ্য মতে, ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে নিতে মোট ৪০ মিলিয়ন ইউরোর মত খরচ হবে বার্সেলোনার।

নতুন এই তারকার বার্সার ক্লাবে যোগ দেবার বিষয়ে গ্রেমিওর সভাপতি রমিলদো বলজান সাংবাদিকদের বলেন, ‘এই দল বদলের বিষয়টা মোটামুটি শেষ হওয়ার দিকে রয়েছে। যদিও নথিগুলো এখন সই করা হয়নি। তবে এই দল-বদল চূড়ান্ত ধাপে পৌঁছেছে। আশাকরি, আগামীকাল বা পরশুদিনের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হয়ে যাবে।’

বার্সায় আসার স্বপ্ন পূরণ হলে স্বদেশী পাওলিনহো ও ফিলিপ্পে কুতিনহোকে পাবেন তিনি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অনেক জল্পনা-কল্পনার পর রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে নাম লেখান কুতিনহো।

বার্সার ক্লাব ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের আসনে বসেন কুতিনহো। গত বছরের আগস্টে চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডে থেকে আসেন পাওলিনহো। একই মাসে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে চার বছরের বার্সা অধ্যায়ের ইতি টেনে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান আইকন নেইমার।

বলা বাহুল্য, গত বছরের ডিসেম্বরে বার্সার ক্রীড়া পরিচালক রবার্ট ফার্নান্দেজের সঙ্গে মিটিংয়ের সময় বার্সার জার্সিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন আর্থার। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা!

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত