বিশ্বকাপের স্বপ্নটা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান

প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ১৮:০১

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ও শেষ গ্রুপ ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম জয় দিয়ে বিশ্বকাপের স্বপ্নটা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান। 

১০ মার্চ (শনিবার) বুলাওয়েতে নেপালকে ছয় উইকেটে হারিয়েছে আফগানরা। 

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ বলে সব উইকেট হারিয়ে ১৯৪ রান করেন নেপাল। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক প্যারাস খাদকা ৮২ বলে ১০ চার ১ ছয়ে ৭৫ রান এবং দিপেন্দ্র সিং আইরি ৩৬ বলে ৩ চারে ৩২ রান করেন।

বল হাতে আফগানের হয়ে সর্বোচ্চ মোহাম্মদ নবি ৪টি, অধিনায়ক রশিদ খান ৩টি সাপুর জাদরান ২টি এবং মুজিব উর রহমান ১টি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে ৩৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে আফগানরা। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ নাজিবুল্লাহ জাদরান ৪৭ বলে ৪ চার ৩ ছয়ে ৫২ রান, রহমত সাহ ৭৫ বলে ৫ চারে ৪৬ রান এবং মোহাম্মদ নবি ৩২ বলে ২ চার ১ ছয়ে ৩৪ রান করেন।

বল হাতে নেপালের হয়ে সর্বোচ্চ দিপেন্দ্র সিং আইরি ২টি এবং কেসি কারান ও সনদিপ লামিচ্ছানে ১টি করে উইকেট নেন।

নেপালের বিপক্ষে ৪ উইক হারিয়ে ৬৮ বল হাতে রেখেই জয় পায় আফগানরা। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নবি।

তবে এই নেপালের ওপরই আবার আফগানদের ভাগ্য নির্ভর করছে। আগামীকাল যদি নেপাল হংকংকে হারাতে পারে তাহলেই শুধু সুপার সিক্সে উঠবে আফগানিস্তান। আর হংকং জিতে গেলে আফগানিস্তানের কোনো সুযোগ থাকবে না।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত