অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশ : ১৩ মার্চ ২০১৮, ১৮:০১

সাহস ডেস্ক

তিন টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরেছে স্বগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত শতক এবং ফিরতি ইনিংসে রাবাদার বোলিং তোপে ম্যাচের চতুর্থ দিনে এসে জয় তুলে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

১২ মার্চ (সোমবার) পোর্ট এলিজাবেথ ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে জিতে সমতায় ফিরেছে স্বাগতিকরা।

আগের দিনের ১৮০ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নামা সফরকারীদের লাঞ্চের আগেই থামিয়ে দেয় প্রোটিয়ারা। উসমান খাজা সর্বোচ্চ ৭৫ রান করলে অসিদের লিড দাঁড়ায় ১০১ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এই ইনিংসেও সর্বোচ্চ ২৮ রান এসেছে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। এছাড়া আমলা সংগ্রহ করেছেন ২৭ রান।

তৃতীয় দিনেই তিন উইকেট তুলে নিয়েছিলেন রাবাদা। চতুর্থ দিনের শুরুতে আরও তিন উইকেট শিকার করে টেস্টে নিজের অষ্টম পাঁচ উইকেট ঝুলিতে পোরেন এই তরুণ পেসার। এই ইনিংসে নিয়েছেন ছয় উইকেট। সঙ্গে আগের ইনিংসের পাঁচ উইকেট, সব মিলিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন রাবাদাই।

ডারবানে প্রথম টেস্ট জিতে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবার পোর্ট এলিজাবেথে এসে ঘুরে দাঁড়াল স্বাগতিকরাও। সিরিজের তৃতীয় টেস্টে ২২ মার্চ কেপটাউনে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:
ব্যাটিং-
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস-সর্বোচ্চ ক্যামেরুন বাঞ্চরুফট ৩৮ রান, ডেভিড ওয়ার্নার ৬৩ রান এবং টিম পেইন ৩৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস-সর্বোচ্চ এবি ডি ভিলার্স ১২৬ রান, ডিন এলগার ৫৭ রান, হাসিম আমলা ৫৬ রান, ভেরণ ফিলান্ডার ৩৬ রান এবং কেশাব মহারাজ ৩০ রান করেন।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস-সর্বোচ্চ ওসমান খাজা ৭৫ রান, মিচেল মার্শ ৪৫ রান এবং অপরাজিত টিম পেইন ২৮ রান করেন।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস-সর্বোচ্চ এবি ডি ভিলার্স ২৮ রান এবং হাসিম আমলা ২৭ রান করেন।

বোলিং-
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস-সর্বোচ্চ কাগিসো রাবাদা ৫টি, লংগিসানি নিগিদি ৩টি এবং ভেরণ ফিলান্ডার ২টি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস-সর্বোচ্চ প্যাট কামিনস ৩টি, জস হ্যাজেলউড ও মিচেল মার্স ২টি এবং মিচেল স্ট্রাক ও নাথান লায়ন ১টি করে উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস-সর্বোচ্চ কাগিসো রাবাদা ৬টি, লংগিসানি নিগিদি ২টি এবং কেশব মহারাজ ২টি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস-সর্বোচ্চ নাথান লায়ন ২টি এবং জস হ্যাজেলউড ও প্যাট কামিনস ১টি উইকেট নেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত