ম্যানইউকে হারিয়ে ৬০ বছর পর কোয়ার্টারে উঠলো সেভিয়া

প্রকাশ | ১৪ মার্চ ২০১৮, ১৭:২০

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দীর্ঘ ৬০ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠল স্প্যানিশ দল সেভিয়া। ইংল্যান্ডের মাটিতে এটাই সেভিয়ার প্রথম জয়।

১৩ মার্চ (মঙ্গলবার) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানইউকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় সেভিয়া।

শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়ার মাঠে তাদেরই বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ম্যানইউ। এর আগে ওল্ড ট্র্যাফোর্ডের দুটি ম্যাচ দাপটের সঙ্গে জিতেছিল তারা। তাই ফেভারিট হয়েই মঙ্গলবার ঘরের মাঠে স্প্যানিশ ক্লাবকে স্বাগত জানায় তারা।

সেভিয়া কোচ বলেছিলেন, ‘একটি গোল দেওয়া হবে আমাদের একমাত্র লক্ষ্য।’ সেই লক্ষ্যকে ছাড়িয়ে গেল তারা মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে। দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় দীর্ঘ ৫ যুগ অপেক্ষার পর শেষ আটের টিকিট কাটলো সেভিয়া।

প্রথমার্ধে দুই দল সতর্ক হয়ে খেলেছে। যার কারনে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি দু’দল। দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার ধাজ। আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা। তবুও কোন গোলের দেখা পায়না কোন দল।

৭৩ মিনিটে মুরিয়েলের বদলি হয়ে মাঠে নামেন বেন ইয়েডার। পরের মিনিটেই সারাবিয়ার দারুণ পাসে ম্যানইউর জালে বল জড়ান বদলি খেলোয়ার বেন ইয়েডার। তার ৪ মিনিট পরেই আবারো স্বাগতিকদের জালে বল জড়িয়ে জোড়া গোল পূর্ণ করেন ইয়েডার।

৮৪ মিনিটে সেভিয়ার জালে বল জড়িয়ে একটি গোল শোধ করে ম্যানইউ ফরোয়ার্ড রোমেলু লুকাকুর। এর পর দু’দলই আর কোন গোলের দেখা পায়নি।

ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ দল সেভিয়া।

সাহস২৪.কম/খান/আল মনসুর