ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে শ্রীলঙ্কা-বাংলাদেশ

প্রকাশ : ১৬ মার্চ ২০১৮, ১৪:৫৮

সাহস ডেস্ক

নিদাহাস ট্রফির নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রানের বড় টার্গেটে জিতেছিল বাংলাদেশ। চতুর্থ এবং শেষ ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও স্বাগতিকদের বিপক্ষে খেলবে টাইগাররা।

আজ ১৬ মার্চ (শুক্রবার) কলম্বোয় প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধা সাড়ে ৭টায় স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগার বাহিনী।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের সাথে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় টার্গেট টপকে ৫ উইকেটে জিতেছিল টাইগাররা। আবার তৃতীয় ম্যাচে ভারতের সাথে ১৭ রানে হেরেছে টাইগাররা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নিজেদের চতুর্থ এবং শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগার বাহিনী।

৪ ম্যাচের ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শ্রীলঙ্কা ৩ ম্যাচের ১ ম্যাচ জিতে পেয়েছে ২ পয়েন্ট এবং ৩ ম্যাচের ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা-বাংলাদেশের আজ শেষ ম্যাচ। এই ম্যাচে যে জিতবে সেই ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।

১৮ মার্চ (রবিবার) কলম্বোয় প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত