ওয়ানডে স্ট্যাটাস পেয়ে স্বপ্ন পূরণ হলো নেপালের

প্রকাশ : ১৬ মার্চ ২০১৮, ১৬:৪০

সাহস ডেস্ক

অনেক পরিশ্রম ও ত্যাগের পর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে নেপালের। ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে নেপাল। 

১৫ মার্চ (বৃহস্পতিবার) হারারে ক্রিকেট স্টেডিয়ামে প্লে অফে পাপুয়া নিউ গিনিকে ৬ উইকেটে হারিয়েছে নেপাল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান করেন পাপুয়া নিউ গিনি। দলের হয়ে সর্বোচ্চ চার্লস এ্যামিনি ১৮ বলে ১ চারে ১৯ রান এবং জেসন কিলা ২০ বলে ২ চারে ১৫ রান করেন। ব্যাট হাতে কেউই দাঁড়াতে পারেনি ক্রিজে।

নেপালের হয়ে বল হাতে সর্বোচ্চ সানদিপ লামিচানে ও দিপেন্দ্র সিং আইরি ৪টি করে এবং সোমপাল কামি ও কেসি কারান ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করেন নেপাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত দিপেন্দ্র সিং আইরি ৫৮ বলে ১ চার ৩ ছয়ে ৫০ রান, আরিফ শেখ ৪২ বলে ১ চারে ২৬ রান এবং অধিনায়ক পরশ খাদকা ১৮ বলে ২ চার ১ ছয়ে ২০ রান করেন।

নিউ গিনিয়ার হয়ে বল হাতে সর্বোচ্চ নরম্যান ভানুয়া ২টি, আলি নাও ও জন রেভা ১টি করে উইকেট নেন।

পাপুয়া নিউ গিনিয়াকে ৬ উইকেটে হারিয়েছে নেপাল। ম্যাচসেরা হয়েছেন দিপেন্দ্র সিং আইরি।

এই জয় নিয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করে স্বপ্ন পূরণ করেছে নেপাল। অবশ্য ঐতিহাসিক এই দিনে নেপালের হয়ে লামিচানেই প্রথম ইতিহাস গড়েছেন আইপিএল ও সিপিএলে নাম লিখিয়ে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত