মাহমুদউল্লাহ-মুশফিকদের কোটি টাকা দিচ্ছে বিসিবি

প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১৪:২১

সাহস ডেস্ক

টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। নাটকীয় এ জয়ের পর চনমনে মেজাজে রয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ঘোষণা দিল তাতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাততে পারেন তারা। তিনজাতি টি-টোয়েন্টি সিরিজে হৃদয়ছোঁয়া পারফরম করায় তাদের ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বোর্ড।

আজ শনিবার (১৭ মার্চ) দুপুরে বিসিবি এ ঘোষণা দিয়েছে। 

নিদাহাস ট্রফিতে প্রথমে তিনটি করে ম্যাচ খেলে একটিতে জয় ও দুটিতে হারে বাংলাদেশ-শ্রীলংকা। ফলে গ্রপপর্বের শেষ ম্যাচটি দুদলের জন্য অলিখিত ‘সেমিফাইনালে’ পরিণত হয়। মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বে চরম উত্তেজনার সেই ম্যাচে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইনিংসের শেষ বলের আগের বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের জেতান মিস্টার কুল।

২ উইকেটের এ নাটকীয় জয়ে ফাইনালে উঠে গেছে টাইগাররা। ফাইনালি লড়াইয়ে তাদের সঙ্গী সবার ভারত। আগামীকাল রবিবার (১৮ মার্চ) শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই পড়শি দেশ।

ফাইনালে ‘অজেয়’ টিম ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা জিততে পারলে পুরস্কারের টাকার অংক আরও বাড়বে বলেও জানানো হয়েছে।

ওয়ানডেতে ভারতের বিপক্ষে কয়েকটি সুখকর জয় থাকলেও এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তাদের হারাতে পারেননি তামিম-সাকিবরা। এবার কী পারবেন?

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত