অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ বিসিবির

প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১৬:০৩

সাহস ডেস্ক

নিদাহাস ট্রফির অঘোষিত সেমিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের শেষ ওভারে প্রথম দুই বাউন্স বলে ‘নো’ কল না করায় মাঠে উত্তেজনাকর মুহূর্তের সৃষ্টি হয়। তাতে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। এর জেরে অবশেষে জরিমানাও গুনতে হয়েছে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে।

১৭ মার্চ (শনিবার) এই অপ্রত্যাশিত ঘটনায় বিবৃতি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

বাংলাদেশি ক্রিকেটারদের কিছু আচরণ যে অনাকাঙ্ক্ষিত ছিল, সেটি মেনে নিচ্ছে বিসিবিও- ‘বিসিবি মেনে নিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আচরণ গ্রহণযোগ্য ছিল না। আমরা বিশ্বাস করি, ম্যাচের পরিস্থিতি, গুরুত্ব এবং চাপের কারনেই বিষয়টা এমন অনাকাঙ্ক্ষিত অবস্থার দিকে চলে গেছে। তবে আমরা বিশ্বাস করি, ম্যাচের চরম মুহূর্তে দলের ক্রিকেটাররা পেশাদারিত্ব প্রদর্শন করতে পারেনি। এ কারনে দলের খেলোয়াড়দেরকে তাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। বিশেষ করে স্পিরিট অব ক্রিকেট যেন উচ্চকিত থাকে সব সময়- সেটা জানিয়ে দেয়া হয়েছে।’

মাঠের উত্তেজনায় দুই দেশের খেলোয়াড় কিংবা বোর্ডের সুসম্পর্কে কোনো ফাটল ধরেনি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ঐতিহাসিকভাবেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির গভীর সম্পর্ক বিদ্যমান। কারন, পরস্পরের সম্পর্ক, সহযোগিতা সব সময় অব্যাহত রয়েছে। এছাড়া দু’দেশের খেলোয়াড়দের মধ্যেও দারুন সম্পর্ক বিদ্যমান। যেটা দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে।’

টুর্নামেন্টে অংশগ্রহণ সম্পর্কে উল্লেখ করা হয়, ‘আমরা স্মরণ করতে চাই, নিদাহাস ট্রফির আয়োজন ছিল চমৎকার। তার চেয়েও টুর্নামেন্টটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেটাকে এই সেন্স থেকেই গ্রহণ করেছে ক্রিকেট বিশ্বের সমর্থকরা। অবশ্যই এ জন্য এসএলসি প্রশংসা পাওয়ার যোগ্য। বাংলাদেশ দলও গর্বিত, এমন একটি মহৎ টুর্নামেন্টের অংশীদার হতে পেরে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত