রুবেল মাথা উঁচু করে রাখো: ব্রেট লি

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৭:৩৯

সাহস ডেস্ক

নিদাহাস ট্রফির ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারের শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় বাংলাদেশকে হরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

তবে রুবেল হোসেনের ১৯তম ওভার ছিল ব্যয়বহুল। পুরো টুর্নামেন্টে দারুণ ইকোনমিতে থাকা এই পেসার মানসিক চাপের শিকার হয়েছিলেন ফাইনালে। নিজের শেষ ওভারে ২২ রান দিয়ে দলকে হারের পথে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিবেকের তাড়নায় সব দোষ নিজের বলে মনে করছেন রুবেল। আর এমন সরল স্বীকারোক্তিতে রুবেলের পাশেই দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার ব্রেট লি।

রুবেলের টুইটার পোস্টে লেখা ছিল, ‘আমি জানি সব আমারই ভুল। সত্যি করে বলতে আমি কখনও ভাবিনি এমন জয়ের কাছে থেকেও বাংলাদেশ আমারই কারণে হেরে যাবে। আমি দেশের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করুন।’ 

রুবেলের এমন আকুতি ছুঁয়ে গেছে ব্রেট লিকেও। পরবর্তীতে নিজের টুইটার অ্যাকাউন্টে রুবেল হোসেনের টুইটটি রেখে পোস্ট দিয়েছেন, ‘রুবেল মাথা উঁচু করে রাখো, তুমি তোমার সেরাটাই দিয়েছো এবং আমি নিশ্চিত তোমার দেশ তোমাকে নিয়ে গর্বিত।’     

রুবেল ১৯তম ওভারে বল করতে এসেছিলেন। মানসিক চাপটা নিতে পারেননি বলেই এক ওভারে দিয়েছেন ২২ রান। অথচ আগের তিন ওভারে ছিলেন দুর্দান্ত। এরপর শেষ ওভারে সৌম্য সরকারের শেষ বলে ৬ মেরে জয় নিশ্চিত করে ভারতীয় দল।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত