এবার কর ফাঁকির মামলায় আলোনসো

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৮:১২

সাহস ডেস্ক

বিশ্বসেরা খেলোয়ার মেসি, নেইমর, রোনালদো পর এবার কর ফাঁকির মামলায় ফেঁসে যাচ্ছেন সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদ তারকা জাভি আলোনসো। তার বিরুদ্ধে প্রায় ২ মিলিয়ন ইউরো বা প্রায় ২১ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে! ছবি স্বত্ব থেকে আয় করা এই পরিমাণ কর ফাঁকি দেওয়ায় তার জেল হতে পারে ৫ বছর!

২০১০ থেকে ২০১২ সালের মাঝে কর ফাঁকির এ ঘটনায় জড়িয়েছে। তখন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন আলোনসো। অবশ্য ৩৬ বছর বয়সী আলোনসো অনৈতিক কাজের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন।

একই কারণে তার অর্থ উপদেষ্টা ইভান জালদুয়াকেও দায়ী করা হয়েছে। এমনকি একই শাস্তি পেতে পারেন আলোনসোর এই উপদেষ্টাও।

মাদ্রিদের আদালতে অভিযুক্ত করা হয়েছে আলোনসোকে। আদালত বলছেন, ‘তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত