বিশ্বকাপে খেলতে লড়াই আফগানিস্তান-আয়ারল্যান্ডের

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৪:১৭

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপ বাছাই পর্বে সুপার সিক্সের শেষ খেলায় আজ আয়ারল্যান্ডের মুখমুখি হবে আফগানিস্তান। বিশ্বকাপের মূল পর্বে ওঠার বাঁচা মরার লড়াইয়ে খেলবে এ দু’দল।

২৩ মার্চ (শুক্রবার) হারারে ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে জিম্বাবুয়ে হেরে যাওয়ায় বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ থাকছে আফগানিস্তানের।

এপেন্ডিসাইটিসের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন আফগানিস্তান দলের নিয়মিত অধিনায়ক আসগর স্টানিকজাই। আর তখনি বাছাইয়ে শুরু থেকে ধুঁকছিল আফগানিস্তান। পরে সুস্থ হয়ে মাঠে ফিরে দেখিয়ে ছিলেন জয়ে দেখা।

শুরুতে তিন ম্যাচে হেরে যাওয়া আফগানিস্তানের বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প ছিল না। আর সেই কঠিন কাজকে সমাধান করেই অবশেষে বাছাইয়ের এমন ম্যাচের দ্বারপ্রান্তে যেখানে জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপ।

অবশ্য এই ম্যাচ ড্র হলে ফের দৃশ্যপটে চলে আসবে জিম্বাবুয়ে। বর্তমানে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ পয়েন্ট। আবার চার পয়েন্ট নিয়ে অবস্থান করছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। যদি এই ম্যাচ ড্র হয় তাহলে তিন দলেরই সমান ৫ পয়েন্ট হয়ে যাবে। তখন নেট রানরেটই বিবেচনায় আসবে। তখন জিম্বাবুয়ের বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখা দেবে। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও একই ভাগ্যবরণ করতে হবে বাকিদের।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত