মেসির প্রমাণ করার কিছুই বাকি নেই: ম্যারাডোনা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৪:৩৭


২০১৮ রাশিয়া বিশ্বকাপে অধিনায়ক লিওনেল মেসি বড় ভূমিকায় মূল পর্বে উঠেছে আর্জেন্টিনা। জুন-জুলাইয়ে রাশিয়ার মাটিতে গড়ানোর অপেক্ষায় ফুটবল বিশ্বকাপ।
এ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ‘এটাই আমার শেষ সুযোগ।’ এই কথার পরিপ্রেক্ষিতে দেশটির কিংবদন্তি ফুটবলার এবং সাবেক অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, ‘ফুটবল মাঠে মেসির প্রমাণ করার আর কিছুই নেই।’
আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপ মঞ্চে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন মেসিই। তাঁর হ্যাটট্রিকেই ইকুয়েডরকে বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেই রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়েছে আর্জেন্টিনা।
বার্সেলোনার জার্সিতে ক্লাব ফুটবলে অর্জন করেছেন সব ধরনের ট্রফি। কিন্তু জাতীয় দলের হয়ে তাঁর নেই কোনো ট্রফি। তিনবার ফাইনালে উঠেও ধরতে পারেননি কোনো আন্তর্জাতিক শিরোপা। চিলির বিপক্ষে দুটি কোপা আমেরিকার ফাইনাল এবং ২০১৪ সালে জার্মানির বিপক্ষে মেসির দলকে হারতে হয়েছে বিশ্বকাপের ফাইনালে।
তবে ১৯৮৬ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা ম্যারাডোনা মনে করছেন, ‘মেসির উচিত তাঁর খেলাটাকে চালিয়ে যাওয়া।’ সমালোচকদের কথা মাথায় না রাখার পরামর্শ দিয়ে মেসিকে এই সাবেক আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমি মেসিকে তাঁর খেলাটা চালিয়ে যাওয়ার পরামর্শ দেবো। মেসির উচিত হবে সমালোচকদের কথায় কান না দেওয়া।’
তিনি আরো বলেন, ‘মেসির প্রমাণ করার মতো কিছুই বাকি নেই। মাঠের ফুটবলটা উপভোগ করুক সে।’
সাহস২৪.কম/খান/আল মনসুর
- ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার দায়ে কালিগঞ্জে মৃত্যুদণ্ড
- ডিআইজি মিজানুর রহমানকে দুদকে তলব
- ক্যারিবীয় বোর্ডের ওপর ব্রাভো-সামিদের ক্ষোভ
- টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি
- জামিন পেলেন মডেল কাজী আসিফ
- স্কুবা ডাইভে বিশ্বরেকর্ড
- ১০০ বলের ফরম্যাটে বাংলাদেশ
- ফাহিম মাশরুরকে ৬ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ
- সিরিয়ায় মার্কিন সামরিক খরচ দিতে হবে কাতারকে
- ট্রেনের ছাদে লাফালাফি, দুই পথশিশুর মৃত্যু
- সালাহ’র দুর্দান্ত পারফর্মেন্সে ফাইনালের পথে লিভারপুল
- সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
- কবি বেলাল চৌধুরীর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা
- সিরিয়ায় মার্কিন সামরিক খরচ দিতে হবে কাতারকে
- মোহাম্মদপুরে স্কুলছাত্র সিফাত হত্যায় গ্রেফতার দুই
- ভলিব সেমিফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ
- ক্যারিবীয় বোর্ডের ওপর ব্রাভো-সামিদের ক্ষোভ
- গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু
- ১০০ বলের ফরম্যাটে বাংলাদেশ
- স্কুবা ডাইভে বিশ্বরেকর্ড