প্রবাসীদের কথা মাথায় রেখেই ত্রিদেশীয় সিরিজ আমেরিকায়

প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১৭:১৯

সাহস ডেস্ক

দীর্ঘদিন ধরেই আমেরিকায় জনবসতি গড়ে তুলেছেন বাংলাদেশিরা। এছাড়া রয়েছে ভারত ও পাকিস্তানসহ এশীয় বিভিন্ন দেশের বিপুল প্রবাসী। এই প্রবাসীদের কথা মাথায় রেখেই ক্রিকেটের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং হিউস্টনে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিদেশীয় এই টুর্নামেন্ট প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শঠী বলেন, ‘আগস্ট বা সেপ্টেম্বরে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের একটা সিরিজ আছে। যেটা ফ্লোরিডা ও হিউস্টনে অনুষ্ঠিত হবে। তবে সিরিজটা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক আলোচনা চলছে।’

ত্রিদেশীয় এই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমেরিকাতে একটা টুর্নামেন্ট আয়োজনের কথা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকভাবে চললে সিরিজটি আয়োজন করা সম্ভব হবে।’

আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসেই এ খেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি অনুষ্ঠিত হবে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত