আজ ইউরোপা লিগের সেমিফাইনালের ড্র

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:১০

সাহস ডেস্ক

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জয় না পেয়েও সেমিফাইনালে উঠেছে ফেভারিট আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে ড্র আর্সেনাল, হেরে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তবু প্রথম লেগে জয়ের সুবাদে সেমিফাইনালে উঠেছে এই দু’ দল।

আজ ১৩ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ড্র। এই ড্র’তে আর্সেনাল ও অ্যাথলেটিকোর সঙ্গী হয়েছে এফসি রেড বুল সালবার্জ এবং অলিম্পিক মার্শেই।

১২ এপ্রিল (বৃহস্পতিবার) অ্যাওয়ে ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সিএসকে মস্কোর মাঠ থেকে ২-২ ব্যবধানে ড্র নিয়ে ফিরে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত হয় আর্সেন ওয়েঙ্গারের দলের। 

প্রথম পর্বে ৪-১ পিছিয়ে থাকা সিএসকে মস্কো নিজেদের মাঠে অঘটনের ইঙ্গিত দিয়েছিল। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচের ৩৯ মিনিটে গোলের দেখাও পায় দলটি। কিরিল নাবাবকিনের হেড আর্সেনাল গোলরক্ষক ফেরালেও তালুবন্দি করতে পারেননি। ফিরতি বল জালে জড়ান রুশ ফরোয়ার্ড ফিওদর চালোভ। 

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দলটি। ম্যাচের ৫০ মিনিটে আলেকসান্দ্র গোলোভিনের দূরপাল্লার শট ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হন চেক। আলগা বল পেয়ে রুশ ডিফেন্ডার কিরিল নাবাবকিন ব্যবধান দ্বিগুণ করেন। 

দুই গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-২ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামসি।

উত্তর লন্ডনের অবশ্য প্রতিপক্ষের মাঠে হার ঠেকিয়েছে, কিন্তু কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হেরেই বসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গতকাল স্পোর্টিং লিসবন নিজেদের মাঠে ১-০ গোলে স্প্যানিশ ক্লাবটিকে হারিয়ে দিয়েছে।

তবু শেষ আটের গণ্ডি পাড়ি দিয়েছে ডিয়েগো সিমনের অ্যাথলেটিকো। কারণ মূল কাজটা যে আগেই সেরে রেখেছিল মাদ্রিদ জায়ান্টরা! প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল রেড-হোয়াইটরা। তাই জিতেও বিদায় নিতে হলো পর্তুগিজ ক্লাবটিকে। দু্ই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো স্পোর্টিং লিসবন।

অবশ্য পর্তুগিজ জায়ান্টরা হেরে বিদায় নিলেও দারুণ জয় দিয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখল অলিম্পিক মার্শেই এবং সালবার্জ। এদিন দুটো দলই ঘরের মাঠে বড় জয় তুলে নিয়েছে। অলিম্পিক মার্শেই ঘরের মাঠে ৫-২ গোলে লাইপজিগকে বিধস্ত করেছে। দুই লেগের সামষ্টিক ফলে ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকায় সেমিতে উঠেছে ফ্রেঞ্চ ক্লাবটি।

গতকাল রাতের চার ম্যাচের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা রেড বুল এরিনায়। বৃহস্পতিবার লাৎসিওকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সালবার্জ। তাই প্রথম লেগে ৪-২ গোলে জিতেও লাভ হলো না ইতালিয়ান জায়ান্টদের। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে নাটকীয়ভাবে সেমিফাইনালে উঠেছে অস্ট্রিয়ান ক্লাব সালবার্জ।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত