দুই ম্যাচ পরে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৮, ১৫:২৬

সাহস ডেস্ক

লা লিগায় দুই ম্যাচ পরে মালাগার ঘরের মাঠে স্বাগতিক মালাগাকে হারিয়ে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের  তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের মাদ্রিদ।

১৫ এপ্রিল (রবিবার) লা রোজালেডা স্টেডিয়ামে মালাগাকে ২-১ গোলে হারায় রিয়াল।

এই ম্যাচে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে বিশ্রাম দিয়েছে এবং মার্সেলো ও টনি ক্রুসকে সাইড বেঞ্চে  বসিয়ে রেখেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তারপরে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। বলের দখলেও এগিয়ে ছিল তারা। ম্যাচের ২৯ মিনিটে ফ্রি কিকে গোল করেন এই  স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। পরে প্রথমার্ধে আর কোন গোল না হলে এক গোল নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে আবার গোল পায় রিয়াল। ৬৩ মিনিটে ইসকোর বানিয়ে দেয়া বল থেকে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ  মিডফিল্ডার ক্যাসামিরো। ২-০ গোলে এগিয়ে থাকে রিয়াল।

এরপর ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সান্ত্বনার গোল পায় মালাগা। উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান রিয়ালের  ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বলটি জালে জড়ান। 

এই জয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট রিয়ালের। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত