পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৮, ১৫:৩১

সাহস ডেস্ক

২০১৭-১৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে আরেক ধাপ পিছনে ফেলে  পাঁচ ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

১৫ এপ্রিল (রবিবার) প্রথমে সন্ধ্যায় টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ৩-১ গোলে জিতে ব্যবধান বাড়ায় ম্যানসিটি। অন্যদিকে ব্রমউইচের  কাছে ১-০ গোলে ব্যবধানে হেরে গিয়েছে ম্যানইউ।

এতে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ৮৭ পয়েন্টে পৌঁছে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের  চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি।

এদিকে দ্বিতীয় স্থানে থাকলেও রেড ডেভিলসরা ৩৩ ম্যাচে ৭১ পয়েন্টে অবস্থান করছে। এখনও পাঁচ ম্যাচ বাকি থাকলেও পেপ  গার্দিওলার শিষ্যদের আর কোনো দল টপকাতে পারবে না। লিগের বাকি ৫টি ম্যাচের সবকটি জিতলেও ম্যানইউয়ের মোট পয়েন্ট হবে  ৮৬। আর লিগের শেষ পাঁচটি ম্যাচে হারলেও ম্যানসিটির চ্যাম্পিয়ন হওয়া আটকাবে না। 

৩৪ ম্যাচ খেলে ৭০ পয়েন্টে লিভারপুলের অবস্থান তৃতীয়। টটেনহ্যাম হটস্পার ৩৩ ম্যাচ খেলে ৬৭ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে। চেলসি  ৩৩ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। 

শেষবার ২০০০-০১ মৌসুমে ম্যানইউর পর এই প্রথম পাঁচ ম্যাচ বাকি থাকতে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে কৃতিত্ব অর্জন  করেছে ম্যানসিটি। এই প্রথম স্প্যানিশ কোচ হিসেবে খেতাব জিতলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত