অবসর ভেঙে বিশ্বকাপ রাঙাবেন ইব্রাহিমোভিচ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১৪:০৫

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত আগেই দিয়েছিলেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। আসন্ন রাশিয়া বিশ্বকাপে নিজ দেশের হয়ে খেলার ইচ্ছের কথা ফের জানালেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। উদ্দেশ্য বিশ্বকাপ রাঙানো।

এর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও সুইডিশ সাবেক ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।

বাছাইপর্বে ইতালির স্বপ্ন চুরমার করে রাশিয়া বিশ্বকাপে ঠাঁই করে নিয়েছে সুইডেন। তার পরই অবসর ভেঙে সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলার ইঙ্গিত দেন ইব্রাহিমোভিচ। অবশেষে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের ২১তম আসরে খেলার বিষয়টি নিশ্চিত করলেন তিনি।

গত ১৫ এপ্রিল (রবিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা আকাশছোঁয়া।’

তবে এ বিশ্বকাপে হালের অন্যতম সেরা স্ট্রাইকারের খেলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ফিফা আইন। মাল্টাভিত্তিক জুয়াড়– প্রতিষ্ঠান বেটহার্ডের সঙ্গে যুক্ত থাকায় আইন অনুযায়ী এবারের আসরে খেলতে পারবেন না তিনি।

সম্প্রতি ইউরো স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে ইব্রা বলেন, ফিফা আমার পথ রোধ করতে পারবে না, যদি আমি বিশ্বকাপ খেলতে চাই। যদি আমি সেখানে (রাশিয়া) যেতে চাই, তাহলে আমি সেখানেই যাব।

তিনি বলেন, যদি আমি বিশ্বকাপ খেলতে চাই তাহলে আমাদের মূল ব্যক্তিরা এই চুক্তির সমাপ্তির জন্য কাজ করবে।

এই পর্যন্ত সুইডিশ জাতীয় দলের হয়ে ১১৬টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে দেশটির পক্ষে রেকর্ড ৬২টি গোল করেছেন ইব্রা। 
আগামী ১৮ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সুইডিশরা। 

‘এফ’ গ্রুপ থেকে প্রাথমিক পর্বের বাকি দুই ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ও মেক্সিকোর।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত