অ্যাসোসিয়েশন ছাড়াও একাডেমিকের উদ্যোগ বিসিবির

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৮

সাহস ডেস্ক

এবার আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন।  দ্বিতীয় মেয়াদে বিসিবির সভাপতি হওয়ার পর আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হাসান।  আগামী এক মাসের মধ্যে পর্যায়েক্রমে সব বিভাগকে আলাদা করে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করবে বিসিবি। অ্যাসোসিয়েশন ছাড়াও একাডেমি করার উদ্যোগও নিয়েছে বিসিবি।

১৮ এপ্রিল (বুধবার) বোর্ড সভা শেষে তেমনটাই জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান।

গঠনতন্ত্রের সবকিছু চূড়ান্ত হলে বুধবারই ঘোষণা দিতে পারতো বিসিবি। কিন্তু সব কিছু চূড়ান্ত হয়নি বলেই এক মাসের সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান, ‘আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কথা বলেছিলাম।  ওটার সব আলোচনা শেষ হয়ে গেছে।  গঠনতন্ত্র হাতে পেলে গতকাল বুধবার সব কিছু চূড়ান্ত হয়ে যেত। তারপরও আমরা ১৫ দিন সময় দিয়েছি।  এর মধ্যে চূড়ান্ত প্রস্তাবনা চলে আসবে।  আশা করছি এক মাসের মধ্যে সব কার্যক্রম শুরু করতে পারব।’

শুধু আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনেই সীমাবদ্ধ থাকতে চায় না বিসিবি, কিছু বিভাগে একাডেমি গড়ে তোলার ইচ্ছাও আছে বর্তমান কমিটির। পাপনের ভাষায়, ‘আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ড্রাফট প্রস্তাবনায় একাডেমির কথা লেখা ছিল না। আমরা বলেছিলাম, অ্যাসোসিয়েশনের সঙ্গে একাডেমিও করতে চাই। যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা- এই জায়গাগুলোতে একাডেমি করা গেলে আমাদের এতটা চাপ পড়বে না। যদি একাডেমি গড়তে পারি, তাহলে ওখান থেকে আমাদের খেলোয়াড় বেরিয়ে আসার সম্ভাবনা বাড়বে।’

বিসিবির এই উদ্যোগ বাস্তবায়ন হলে বদলে যাবে দেশের ক্রিকেট। শক্তিশালী হবে ঘরোয়া ক্রিকেট কাঠামো।  তৃণমূল পর্যায় থেকে উঠে আসবে ভবিষ্যৎ তারকারা। মূলত ঢাকা থেকে বেরিয়ে এসে ক্রিকেট কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ এটি।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত