বাংলাদেশ-আফগনদের ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৯

সাহস ডেস্ক

চলতি বছরের জুন মাসে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজটি ওয়ানডে ফরম্যাট বাতিল করে টি-টোয়েন্টি ফরম্যাট নির্ধারণ করা হয়েছে।

১৮ এপ্রিল (বুধবার) বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের সভাশেষে এ কথা জানালেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। কিন্তু সেই পরিমানে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই সিরিজটি এই ফরম্যাটে খেলতে চাচ্ছি।’

সিরিজের ভেন্যু হিসেবে দেরাদুনই থাকছে। যদিও বিসিবি অন্য ভেন্যুতে খেলার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু জুনে সেগুলো ব্যস্ত থাকায় দেরাদুনেই খেলতে হবে জানালেন বিসিবি সভাপতি।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত