ফুটবল মাঠে ভাল্লুক, বিতর্কে রাশিয়া

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৩

সাহস ডেস্ক

রাশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচে মাঠে দেখা গেল ভাল্লুককে। বন্য পশুটি রেফারির হাতে বল তুলে দিয়েছে। তবে এই  ঘটনা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে রাশিয়া থেকে শুরু করে পুরো বিশ্বে।

তৃতীয় বিভাগের এ খেলাটি ছিল মাশুক কেএমভি বনাম আংগুস্টের। সেই ম্যাচ শুরুর আগেই দেখা গেল এক মজার দৃশ্য। ফুটবলাররা  সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মাঠে। রয়েছেন রেফারিরা। হঠাৎ মাঠে উপস্থিত এক ভাল্লুক। যার নাম টম।

ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নাচতে দেখা যায় টমকে। প্রশিক্ষণপ্রাপ্ত ভাল্লুকটি ম্যাচ বল রেফারির হাতে তুলে দেয়। এই ভিডিওটি  ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

কিন্তু রাশিয়ার বন্যপ্রাণ সুরক্ষা দপ্তরের শীর্ষকর্তারা রীতিমতো চটেছেন। এভাবে একটি ভাল্লুককে ফুটবল মাঠে নিয়ে আসায়, তারা  গোটা বিষয়টিকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন। টুইটারে অনেকেই নানা বিরূপ মন্তব্য করেছেন।

জুন মাসেই রাশিয়ায় বসবে বিশ্বকাপের আসর। তার আগে এই ঘটনায় গোটা ফুটবল বিশ্ব বেশ হতবাক।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত