জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল প্রতিযোগিতা

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৬:৩৭

সাহস ডেস্ক

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল (মঙ্গলবার)। দেশের ৬টি ভেন্যুতে ৩৫টি জেলা অংশ নেবে নকআউট পর্বে। সেখান থেকে মূলপর্বে খেলবে ৮ জেলা, ৬টি গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্সআপ দল থাকবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই গ্রুপে ৮ দল নিয়ে হবে মূল আসর।

২২ এপ্রিল (রবিবার) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই আয়োজনে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আর্থিক কারণে আমরা অনেক জেলাকে পাইনি। সেটা না হলে আরও বেশি জেলার অংশগ্রহণে জেএফএ কাপ হতে পারতো। যেন এখান থেকে ভবিষ্যতের খেলোয়াড় বেরিয়ে আসতে পারে, তাই আগের মতোই এই আসর থেকেও খেলোয়াড় বাছাই করা হবে।’

শুরুতে প্রাথমিক পর্বের এই আসরে ৪০টি জেলা দলের অংশ নেওয়ার কথা ছিল। আর্থিক কারণ দেখিয়ে পাঁচটি দল নাম প্রত্যাহার করে নেয়।

এই আসর থেকে খেলোয়াড় বাছাই করে পরবর্তীতে দীর্ঘমেয়াদে অনুশীলনের আশ্বাস দিয়েছে বাফুফে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত